Lyric, tune & vocal- Shatabdi Vobo
music- moon
mix, master- nil
মনে পড়ে যায় ছেলেবেলা
জামা জুতো পায় মাঠে খেলা
দুইটা পাড়ার দল
একটা মাত্র বল
বলটা যদিও আমার
তবু সুযোগ পাইনি নামার
হেরে গেলেও কথার জোরে
কউতো হারতো না
একটা প্লেয়ার কম পড়ে যাক
আমার প্রার্থণা
বন্ধু তখন আমার করুণ মুখটা যদি দেখতি
সবই আমার তবু আমি দ্বাদশ ব্যক্তি
পাঠশালাতে বছরজুড়ে
রোলটা ছিল এক
সবাই হেসে বলতো ভব’র
ময়লা জামাটা দেখ
পরীক্ষাতে যাদের ছিল
তিনটে চারটে ফেল
তারাই আবার চড়তো রোজ
হিরো সাইকেল
বেতন-ভাতার জন্য যেদিন
চলল ধর্মঘট
মাঠের কোণে দাঁড়িয়ে আমিও
নিচ্ছিলাম শপথ
সবাই যখন ফাইনাল দেয়
আমার হয়নি দেয়া
কারণ আমার মাস কয়েক-এর
বেতন বকেয়া
এই শহরে যখন প্রথম
ভালোবাসার দেখা
আমার ভালোবাসা তখন
নয়তো একা একা
আমি ছুটি তার পিছে
কেন ছুটি মিছে মিছে
এমনওতো সময় আসে
সূর্য হাসে মেঘের নিচে